অবসরের প্রশ্ন শুনতে অভ্যস্ত মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে প্রশ্ন উঠেছিল বিশ্বকাপের আগ থেকেই। শোনা গিয়েছিল, বিশ্বকাপ শেষেই অবসরে যাবেন তিনি। বিশ্বকাপের মাঝপথেও অবসর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মাশরাফিকে।
বারবার এমন প্রশ্ন বিব্রত করতেই পারে বাংলাদশের ওয়ানডে অধিনায়ককে। কিন্তু এতে মাশরাফি মোটেও বিরক্ত কিংবা হতাশ নন। এখন এই প্রশ্নের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন তিনি। কারণ তিনি মানছেন, এবারের বিশ্বকাপে দল তাঁর কাছ থেকে প্রত্যাশিত ফলাফল পায়নি। যে কারণে এমন প্রশ্ন হওয়া স্বাভাবিক।

ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনে তিনি বলেছেন, বিশ্বকাপে ধোনির পারফর্মেন্স নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার কমতি ছিল না। এবার তাঁর মতো বিশ্বমানের ক্রিকেটকেও অবসর ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তাই এমন প্রশ্নের সম্মুখীন হওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন মাশরাফি।
'সত্যি কথা বলতে আমি বিব্রত হইনি আর হতাশও না এটি নিয়ে। কারণ প্রত্যেকেই প্রত্যেকের কাজটাই করবে এটাই স্বাভাবিক। আমার সবকিছু বিবেচনা আপনারা করবেন। তাই আপনাদের কাছে প্রশ্ন আসছে। মহেন্দ্র সিং ধোনির কথাই বলি। তাঁর ধারে কাছেরও ক্রিকেটার নই আমি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০হাজার রান। প্রতিটি সংবাদ সম্মেলনেই তাঁকে এই প্রশ্ন করা হয়।'
'আমার কাছে মনে হয় এখানেও পেশাদারিত্ব দেখানো উচিৎ। আমি এভাবেই দেখি। আমার জায়গাটা সবসময় পরিষ্কার। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আমি নিজের সেরাটা পারফর্ম করতে পারিনি। অধিনায়ক হিসেবেও সেরাটা দিতে পারিনি। সবার প্রত্যাশা ছিল দল সেমিফাইনালে যাবে। আমরা সেখানেও ব্যর্থ। প্রশ্নগুলো আসতেই পারে। আমি এভাবেই দেখছি আসলে। এর বেশি ভাবার সুযোগও নেই।'
এবারের বিশ্বকাপের বল হাতে একদমই সন্তোষজনক ছিল না মাশরাফির পারফর্মেন্স। নতুন বলে বাংলাদশ দলের অন্যতম অভিজ্ঞ এই বোলার শুরুতে উইকেট এনে দিতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেয়েছেন মাশরাফি।