মাশরাফি-সা??ফউদ্দিনের বদলি ফরহাদ-তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ইনজুরির মিছিল নেমেছে বাংলাদেশ দলে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে লঙ্কান সফর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ইতোমধ্যে এই দুইজনের বদলির নাম জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ মিনহাজুল আবেদিন নান্নু। অধিনায়ক মাশরাফির বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা।সাইফউদ্দিনের বদলি হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার তাসকিন আহেমদ।

নান্নু বলেন, 'আমরা মাশরাফির বদলি হিসেবে ফরহাদ রেজাকে স্কোয়াডে যোগ করেছি। যেহেতু সাইফউদ্দিনের ইনজুরি, সে ছিটকে পড়েছে। তার বদলি হিসেবে যাচ্ছে তাসকিন।'
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবারের মতো জাতীয় দলের ওয়ানডে জার্সিতে খেলেন তাসকিন। এরপর ইনজুরি এবং ফর্মহীনতায় প্রায় দলের বাইরে ছিলেন তিনি।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তাসকিন। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁর। শ্রীলঙ্কা সফরে দলে পেসারের ঘাটতি পূরণ করতে তাসকিনকে স্কোয়াডে যোগ করেছে বিসিবি।
এদিকে আয়ারল্যান্ড সফরে দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন ফরহাদ রেজা। কিন্তু একাদশে জায়গা হয়নি তাঁর। এবার আবার ডাক পেয়েছেন শ্রীলঙ্কা সফরে।