promotional_ad

সাকিবের প্রতিদ্বন্দ্বী হতে পারেন মিঠুন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলে সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হতে পারেন মোহাম্মদ মিঠুন এমনটাই মনে করছেন খালেদ মাহমুদ সুজন। তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য ডানহাতি এই ব্যাটসম্যানকে উপযুক্ত মনে হয়েছে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতে যাওয়া সুজনের।


বিশ্বকাপে তিন নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাঁহাতি ব্যাটসম্যান সাকিব। দুই সেঞ্চুরি এবং পাঁচ হাফ সেঞ্চুরিসহ ৬০৬ রান নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দলের বিপর্যয়ে ঢাল হয়ে লড়াই করেছেন সাকিব।


promotional_ad

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের অনুপস্থিতিতে তিন নম্বর নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ। কিন্তু সেই দুশ্চিন্তা দূর করে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন মিঠুন। দেশের মাটিতে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করে ৮৫ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।


লঙ্কানদের বিপক্ষে মূল সিরিজের পূর্বে প্রস্তুতি ম্যাচেও ব্যাট হেসেছে মিঠুনের। ৯১ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে অবদান রেখেছেন তিনি। সাকিবের অবর্তমানে মিঠুন নিজেই এই পজিশন চেয়ে নিয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন। 


তিন নম্বরে মিঠুনের পারফর্মেন্সে সন্তুষ্ট হয়ে বুধবার সাংবাদিকদের সুজন বলেন, 'আমি খুবই সন্তুষ্ট। এই সিরিজের আগে বাংলাদেশেও সে ৮৫ রানের ইনিংস খেলে এসেছে। আমি মনে করি সে আমাদের তিন নম্বরের জন্য ভালো একজন ব্যাটসম্যান হতে পারে। কারণ সে ওপেনিংয়েও ব্যাটিং করেছে। আমরা এমন একজন কাউকে চাই যে থিতু হতে পারে, সময় নিয়ে ব্যাটিং করতে পারে। মিঠুন সেই রকমই একজন। সাকিব আসবে না এই সফরে আমি জানতাম।'


'মিঠুনের সঙ্গে কথা হয়েছে এই নিয়ে এবং সে ভালো সাড়া দিয়েছে। ও নিজেও চেয়েছে তিনে ব্যাটিং করতে। এটা ভালো এবং আশা করি যে এই ইনিংস কালকের ম্যাচে তাকে বাড়তি একটা মনবল দিবে এবং সামনে যে তিনটা ম্যাচ আছে সে ভালো করবে। সাকিব তিনে এতো ভালো করেছে। এই সিরিজে সে নেই, কে করবে তিন নম্বরে ব্যাটিং এটা একটা চিন্তা ছিল আমাদের। কিন্তু মিঠুন ভালো করেছে। এটা পুরো টিমের মনবল বাড়াবে।'


বিশ্বকাপে বাংলাদেশ দলে নিয়মিত জায়গা পাননি মিঠুন। ফর্ম দেখিয়ে এখন শ্রীলঙ্কা সফরে সাকিবের অনুপস্থিতিতে তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশন সামাল দেবেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের তিন নম্বর ব্যাটসম্যানের পরিকল্পনায় উঠে এসেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball