হাথুরুসিংহের বাংলাদেশ অভিজ্ঞতা জিতিয়েছে শ্রীলঙ্কাকে!

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন চান্দিকা হাথুরুসিংহে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের দুর্বলতা এবং সক্ষমতা সম্পর্কে যথেষ্ট ধারণা আছে লঙ্কান এই কোচের। প্রথম দুই ম্যাচ দিয়েই সিরিজ জিতে নেয়ার পেছনে হাথুরুসিংহের বাংলাদেশ অভিজ্ঞতা শ্রীলঙ্কাকে বেশ কাজে দিয়েছে, সেটা বলাই যায়।
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেও এমনই মনে করেন। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগের দিন করুনারত্নে জানান, শ্রীলঙ্কার প্রধান কোচ হাথুরুসিংহের অভিজ্ঞতা তাদের অনেক সাহায্য করেছে।

লঙ্কান অধিনায়ক বলেন, ‘তিনি আমাদের জন্য সব সময় ভালো কাজ করে এসেছেন। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে অনেক কিছু জানেন, তাই যখন আমরা খেলার কৌশল নিয়ে আলোচনা করি, তিনি অবশ্যই তাঁর অভিজ্ঞতা আমাদের জানান। এটি সাহায্য করেছে আমাদের।’
সিরিজ জয়ে হাথুরুসিংহের অবদান থাকলেও দলের খেলোয়াড়দেরকে কৃতিত্ব দিতে ভুল করেননি করুনারত্নে। দলগতভাবে পারফর্মেন্স করার সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
‘আমি মনে করি আমরাও ভালো ক্রিকেট খেলেছি গত কয়েক বছর ধরে, এটাই মূল বিষয়। প্রত্যেকেই পরিকল্পনা দিতে পারে, তবে আমাদের অবশ্যই এর বাস্তবায়ন করতে হবে। তাই আমি মনে করি তারা তাদের কাজ করতে পেরেছে।’