দেশে ফিরলেন তামিমরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হতাশার শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকায় পা রাখেন তামিম ইকবালরা। তবে বেলা ১২টার দিকেই দেশে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের।
বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় প্রায় তিন ঘন্টা দেরিতে ফ্লাইট ছাড়ে তাদের। সঠিক সময়ে রওয়ানা দিলে অবশ্য বড় দুর্ঘটনায় পড়তে পারতেন ক্রিকেটাররা। কারণ আকাশে উড়াল দেয়ার মাত্র কিছুক্ষণ আগে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিটে দেশের বিমান ধরার কথা ছিল তামিমদের। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর বিমানের উইংয়ে সমস্যা আছে বলে জানান পাইলট। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় বাংলাদেশ দলকে।
সিরিজ জয়ের মিশন নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তামিম ইকবালের অধীনে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি তারা সিরিজটিতে।
স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৯১ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হারে তারা। এরপর বুধবার (৩১ জুলাই) সিরিজের শেষ ম্যাচে ১২২ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয় বাংলাদেশকে।