চুক্তি স্থগিত হলো শাহজাদের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় চুক্তি স্থগিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শনিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।
শাহজাদের বিরুদ্ধে বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে এর আগেও উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বোর্ডের নিয়ম ভেঙেছেন। এর ফলে তাকে ডিসিপ্লিনারি কমিটি ডেকেছিল।

গত মাসের ২০ এবং ২৫ তারিখ তাকে উপস্থিত থাকতে বলার পরও বোর্ডের এই আদেশকে পাত্তা দেননি শাহজাদ। বিশ্বকাপের শুরুতেই ফিট না থাকার কারণে বাদ পড়েছিলেন তিনি।
তবে প্রকাশ্যে এর প্রতিবাদ জানিয়ে শাহজাদ জানিয়েছিলেন অন্যায় ভাবে তাঁকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে অবসরের হুমকিও দিয়েছিলেন তিনি। এই বিষয়টি মেনে নিতে পারেনি আফগান বোর্ড।
বিশ্বকাপ শেষে বোর্ডের অনুমতি না নিয়ে বিদেশে খেলতে গেছেন তিনি। এর জন্যই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এসিবি। আফগান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।