স্টোকসের জন্য মোক্ষম অস্ত্র লায়নঃ পেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার বেন স্টোকসকে থামানোর জন্য নাথান লায়নকে মোক্ষম অস্ত্র হিসেবে দাবি করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। তাঁর মতে ৩১ বছর বয়সী এই অফ স্পিনারের বিপক্ষে যথেষ্ট দুর্বল স্টোকস।
অ্যাশেজের প্রথম দুই টেস্টে লায়নের কাছে দুই বার উইকেট দিয়েছেন স্টোকস। সর্বশেষ হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসেও লায়নের বলে আউট হতে পারতেন তিনি। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এর সেটি হয়নি।

হেডিংলি টেস্টে যখন জয়ের জন্য মাত্র ২ রান দরকার ছিল ইংল্যান্ডের এবং হাতে ছিল এক উইকেট, তখনই লায়নের ১২৫তম ওভারের শেষ বলটি স্লগ সুইপ করতে গিয়ে প্যাডে লাগে স্টোকসের। টিভি রিপ্লেতে স্পষ্টভাবে এলবিডব্লিউ দেখা গেলেও আউট দেননি আম্পায়ার জোয়েল উইলসন।
আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টেও এই লায়ন হতে পারেন স্টোকসের জন্য হুমকি। এই প্রসঙ্গে পেইন বলেন, 'আমার মনে হয় নাথান লায়ন তাঁকে গত দুই টেস্টে একাই কয়েকবার আউট করেছে। স্টোকসের বিপক্ষে লায়ন এখনও বিশাল একটি অস্ত্র। এটি নিয়ে আমরা ফাস্ট বোলারদের সঙ্গেও কথা বলেছি।'
স্টোকসের বিপক্ষে ভালো খেলতে হলে সুষ্ঠু পরিকল্পনা সাজাতে হবে বলে মনে করেন পেইন। স্টোকসকে ইংল্যান্ডের অনেক বড় একটি অস্ত্র দাবি করে তিনি বলেন, 'সে একজন বিশ্বমানের খেলোয়াড়, সে যেকোনো বোলারকে চাপের মুখে রাখতে পারে। ইংল্যান্ড অবশ্যই অনেক বড় একটি অস্ত্র পেয়েছে।'
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। এর আগে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২৫১ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ম্যাচটি ড্রয়ের মুখ দেখে। তিন নম্বর টেস্টে বেন স্টোকসের বীরত্বে এক উইকেটের জয় পায় জো রুটের দল।