দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সফরকারী জিম্বাবুয়ে এবং স্বাগতিক বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠতে যাচ্ছে সিরিজটির।
আজকের এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। পাশাপাশি সেরা একাদশে সুযোগ পেয়েছেন দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

এছাড়াও আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানও খেলছেন এই ম্যাচে। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর ওপেনিংয়ে নামতে দেখা যাবে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে।
বিশ্বকাপের পর থেকেই হারের বৃত্তে আবদ্ধ হয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর থেকে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফেরার পর দেশের মাটিতে টেস্টের নবীন দল আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে তাদের। ত্রিদেশীয় সিরিজ দিয়ে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সাকিববাহিনী।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।