ওপেনার মুশফিক!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সচরাচর টি টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিং করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামেন তিনি।
এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দ্বিতীয়বারের মতো ওপেন করলেন মুশফিক। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ওপেনিং করেন তিনি।

এবার টি-টোয়েন্টিতেও প্রথমবার ওপেনিংয়ে নামলেন মুশফিক। এখন শুধু বাকি রইল টেস্টে ওপেন করা।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করা ম্যাচটিতে ব্যাট হাতে ঝলক দেখান এই ডানহাতি। খেলেন ৯৮ রানের ইনিংস।
আর বাংলাদেশ সেই ম্যাচে ৫ উইকেটের বড় জয় পায়। তবে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং নেমে সুবিধা করতে পারেননি মুশফিক।
মাত্র ৫ রান করে ফরিদ আহমেদের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ৩২ বছর বয়সী মুশফিক।
রানের খাতা খোলার আগেই কাইল জার্ভিসের বলে ব্র্যান্ডন টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।