বুড়ো বয়সে অবসরের ঘোষণা মঙ্গিয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার দীনেশ মঙ্গিয়া। ২০০৭ সালে সর্বশেষ পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন এই ৪২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।
এরপর ভারতের নিষিদ্ধ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) যোগ দেয়ায় তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট বোর্ড।

২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দেশের হয়ে সর্বশেষ খেলেন মঙ্গিয়া। এরপর জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি।
ভারতের ঘরোয়া লিগের এক মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঙ্গিয়ার।
দেশের হয়ে এরপর ৫৭টি ওয়ানডে খেলেছন তিনি। যেখানে ২৭.৯৫ গড়ে এক হাজার ২৩০ রান সংগ্রহ করেন। তাঁর রয়েছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি।
২০১৫ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল দীনেশ মঙ্গিয়ার বিরুদ্ধে। আইসিএলে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন মঙ্গিয়া বলে অভিযোগ করেছিলেন একই টুর্নামেন্টে খেলা সাবেক কিউই ব্যাটসম্যান লু ভিনসেন্ট।