কিংবদন্তি হওয়ার খুব কাছে ব্রডঃ হ্যাডলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ইংল্যান্ডের তারকা পেসার স্ট্রুয়ার্ট ব্রড। ৫ ম্যাচে ২৬.৬৫ গড়ে ২৩ উইকেট শিকার করেন তিনি।
বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা ব্রডের ভূয়সী প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলি। কিউইদের সাবেক এই বোলিং স্তম্ভের মতে দ্রুতই কিংবদন্তিদের পাশে নাম লেখাবেন ৩৩ বছর বয়সী ব্রড।

ইংল্যান্ডের এই তারকা পেসার প্রসঙ্গে হ্যাডলি বলেন, 'সে যতটা পরিণত এবং যেভাবে পারফর্ম করছে, তাতে বলা যায় সে কিংবদন্তি হওয়ার দ্বারপ্রান্তে আছে। সে এরই মধ্যে আমাকে ছাড়িয়ে গেছে।'
পেসার হিসেবে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসনের সঙ্গে ব্রডের জুটি যেকোনো প্রতিপক্ষের জন্য হুমকির কারণ বলে করেন হ্যাডলি।
নতুন বলে অন্যতম সফল এই বোলিং জুটির প্রশংসা করে হ্যাডলি বলেন, 'জিমি অ্যান্ডারসনের সঙ্গে ব্রডের বোলিং কম্বিনেশন নতুন বলে সবচেয়ে সফল আক্রমণ হিসেবে প্রমাণিত হয়েছে। এটি অসামান্য একটি পারফরম্যান্স।'
ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি পেসার জেমস অ্যান্ডারসন। ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে ১৩২ ম্যাচে ৪৬৭ উইকেটের মালিক স্টুয়ার্ট ব্রড।