promotional_ad

বিপ্লবকে গড়ার পথ বাতলে দিলেন সাবেক প্রধান নির্বাচক

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্যারিয়ারের শুরুতেই কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করা যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য কঠিন কাজ। তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে তাই প্রচুর ঘরোয়া ক্রিকেট কিংবা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দেয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক ফারুখ আহমেদ।


শুধু তাই নয়, বিপ্লবকে জাতীয় দলের সঙ্গে রেখে অনুশীলন করানোর জন্য আহ্বান জানিয়েছেন ফারুখ আহমেদ। এতে বিভিন্ন কন্ডিশন এবং আন্তর্জাতিক ক্রিকেটের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। 


promotional_ad

বিপ্লবকে গড়ে তোলার কৌশল বাতলে দিয়ে সাবেক প্রধান নির্বাচক বলেন, 'আমিনুলকে খেলতে হবে। ঘরোয়া ক্রিকেটে অনেক খেলতে হবে। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেকে তৈরি করে নিতে হবে। ওকে দলের সঙ্গে রেখে অনুশীলন করাতে হবে। লেগ স্পিনার হওয়া কিন্তু সহজ না। সময়ের সঙ্গে সঙ্গে সে যেন এগিয়ে যেতে পারে, মানিয়ে নিতে পারে।'


জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বিপ্লব। অভিষেক ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২টি মূল্যবান উইকেট। তবে জিম্বাবুয়ে বলেই পার পেয়েছেন বিপ্লব, মনে করছেন ফারুখ আহমেদ।


কারণ জানিয়ে তিনি বলেন, 'আমিনুলের প্রতিভা আছে। কাল যেটা দেখেছি ওর অনেক টার্ন নেই, কিন্তু ভালো জায়গায় বল করেছে। কালকের প্রতিপক্ষ দুর্বল ছিল। ভালো প্রতিপক্ষের সাথে যখন সে খেলবে তখন কিন্তু আবার মার খেতে পারে। ওটাও দেখতে হবে। তখন যদি তাকে ছেড়ে দেই তাহলে কিন্তু হবে না।'


এদিক জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন বিপ্লব। বাঁহাতে তিনটি সেলাই দেয়া হয়েছে তাঁর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball