নিরাপত্তা দেখতে পাকিস্তান যাচ্ছে পর্যবেক্ষক দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বছরের ফেব্রুয়ারিতে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরটির আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। পর্যবেক্ষক দল সবুজ সঙ্কেত দিলে সফরটির ব্যাপারে বিসিবি ভাববে বলে জানিয়েছেন তিনি।

নিজামউদ্দিন বলেন, ‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্র খুব গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনের সঙ্গে। সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আমরা আশা করছি খুব শিগগিরই একটা পর্যবেক্ষক দল ওই দেশগুলো সফর করবে।’
দীর্ঘ প্রায় দশ বছর পর পাকিস্তানে সফরে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন লঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা খেলতে রাজি হলেও এখনই পাকিস্তানে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহীর ভাষ্য, 'আইসিসির বর্তমান এফটিপি অনুযায়ী আগামী বছর পাকিস্তান আতিথ্য দেবে বাংলাদেশকে। যেখানে দুটি টেস্ট ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে পর্যবেক্ষক দলের রিপোর্টের উপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর বড় কোনো দল পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি। হোম ভেন্যু হিসেবে দুবাই এবং আবু ধাবির মাঠকে ব্যবহার করে আসছিল দেশটি।