আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিঃ মুমিনুল

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। বিরাট কোহলিদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি মুমিনল হকের দল।
ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামিদের সঙ্গে বাংলাদেশে ব্যাটিংয়ে ধ্বস নামানোর কাজটি করেন স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। দিন শেষে এই ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে মনোযোগের অভাবকে দুষেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল।

৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন মুশফিক ও মুমিনুল। কিন্তু ৯৯ রানের সময় অশ্বিনের বলে বোল্ড হয়ে মুমিনুল বিদায় নিলে তাসের ঘরে পরিণত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এরপর আর কোনো ব্যাটসম্যানই সেভাবে থিতু হতে পারেননি উইকেটে।
আর এর স???ই হয়েছে মনোযোগের ঘাটতির কারণে জানিয়ে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'উইকেট কোনোভাবেই আনপ্লেয়েবল ছিল না। সেটা হলে আমিও হয়তো কিছু রান করতে পারতাম না, মুশফিক ভাইও পারতো না। প্লেয়েবলই ছিল, তবে মাঝখানে আমরা মনোযোগ হারিয়ে ফেলেছি বলে আমার কাছে মনে হয়।'
মুমিনুলর বিশ্বাস ভারতের বিশ্বমানের বোলিং সামলাতে হলে মানসিকভাবে আরো শক্ত হতে হবে তাঁর দলের সকলকে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা জানেন যে দলের বিপক্ষে খেলছি তাদের বোলিং বিশ্বের এক নম্বর আমার কাছে মনে হয়। এদের সঙ্গে খেলতে গেলে আপনাকে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। হয়তো আমরা ঐ জায়গা থেকে কিছুটা পিছিয়ে গিয়েছি।'
বাংলাদেশের প্রথম ইনিংস শেষে ব্যাটিং করতে নেমে এক উইকেটে ৮৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক ভারত। ৬৪ রানে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে মায়াঙ্ক আগারওয়াল (৩৭) এবং চেতেশ্বর পূজারা (৪৩)।