উইকেটের ভয়ঙ্কর আচরণে খেলা পরিত্যক্ত!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টি কিংবা আলোক স্বল্পতার কারণে নয়, এবার খেলা পরিত্যক্ত হয়েছে উইকেটের ভয়ঙ্কর আচরণের জন্য। শনিবার (৭ ডিসেম্বর) এই ঘটনা ঘটে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট মার্শ শেফিল্ড শিল্ডে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) উইকেটের ভয়ানক আচরণে ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটির প্রথম দিনের খেলা মাঝপথে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
টস হেরে আগে ব্যাটিং পায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ইনিংসের শুরু থেকেই ভিক্টোরিয়ার পেসার পিটার সিডল, ক্রিস ট্রেমেইন, উইল সাদারল্যান্ডের বোলিং তোপের মুখে পড়েন ক্যামেরন ব্যানক্রফট, শন মার্শরা, মার্কাস স্টয়নিসরা।

ভিক্টোরিয়ার পেসারদের হঠাৎ লাফিয়ে ওঠা বলগুলো ব্যাটসম্যানদের শরীরে আঘাত হানতে শুরু করে। শন মার্শের গায়ে মারাত্মকভাবে লাগে বেশ কয়েকটি বল। আধারাবাহিক বাউন্সে রীতিমত খেলার অনুপযোগী হয়ে ওঠে এমসিজির উইকেট।
বিপদজনক হয়ে ওঠা উইকেট প্রথম সেশন শেষে খেলার উপযুক্ত করার চেষ্টা করেন মাঠ কর্মীরা। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট আরও ভয়াবহ রুপ নেয় উইকেট। অ্যান্ড্রু ফ্যাকেটির বল আঘাত হানে মার্কাস স্টয়নিসের পাঁজরে। সঙ্গে সঙ্গে বসে পড়েন এই অলরাউন্ডার।
এমন অবস্থায় দুই দলের অধিনায়ক পিটার হ্যান্ডসকম্ব এবং শন মার্শের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন আম্পায়াররা। আলোচনায় যুক্ত করা হয় পিচ কিউরেটর ম্যাট পেজকে। এরপরই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
প্রথম দিনে ৪০ ওভার খেলা মাঠে গড়িয়েছিল। যেখানে ৩ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
মেলবোর্নের এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু উইকেটের এমন আচরণ রীতিমত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।