'ব্যাগি গ্রিন ক্যাপ' নিলামে তুললেন ওয়ার্ন!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। নিজের মূল্যবান টেস্ট 'ব্যাগি গ্রিন ক্যাপ' নিলামের জন্য তুলে দিয়েছেন ৫০ বছর বয়সী ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি ওয়ার্ন। এমনকি সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম তিনি। তাঁর নামের পাশে রয়েছে ৭০৮ উইকেট।
সোমবার (৬ ডিসেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্টের তৃতীয় দিন নিজের টেস্ট ক্যাপ নিলামে তোলার ঘোষণা দেন ওয়ার্ন।

টুইটারে নিলাম শুরুর সময় এই অজি কিংবদন্তি লিখেছেন, 'এই বিধ্বংসী আগুনের ফলে মানুষের যে ক্ষতি হয়েছে তা অভাবনীয় এবং আমাদের সকলকে এর আঁচ স্পর্শ করেছে। আমি আশা করি যে আমার ব্যাগি গ্রিন ক্ষতিগ্রস্ত এই মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহ করতে পারবে।'
নিলাম শুরুর ২৫ মিনিটের মধ্যে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ২৫ হাজার ডলার বিড করেন। ক্রমান্বয়ে বাড়ছে এই নিলামের মাত্রা।
ওয়ার্নের মূল্যবান এই টেস্ট ক্যাপ কতোটা অর্থ এনে দিবে তা এখনই অনুমান করা কঠিন। ২০০৩ সালে দাতব্য প্রতিষ্ঠানের জন্য নিলামে তোলা হয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্ট ক্যাপগুলো। যেখান থেকে ৪ লক্ষ ২৫ হাজার ডলার উপার্জিত হয়েছিল।
কিংবদন্তি ব্র্যাডম্যান অতুলনীয়, তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে খ্যাতিমান ক্রিকেটারদের বিবেচনায় ওয়ার্নকে দ্বিতীয় হিসাবে বিবেচনা করা যেতেই পারে। সুতরাং ধারণা করা হচ্ছে বেশ অর্থ এনে দেবে ওয়ার্নের এই টেস্ট ক্যাপ।
আগামী শুক্রবার (১০ জানুয়ারি) পর্যন্ত চলবে ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপের নিলাম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটাররাও। বিগ ব্যাশে প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্য ২৫০ ডলার দান করার ঘোষণা দিয়েছেন ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, ফাওয়াদ আহমেদরা।