promotional_ad

বাংলাদেশ সিরিজ নিয়ে অস্ট্রেলিয়াকে পেইনের সতর্কবার্তা

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখার পর ঘরের মাঠে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দলটি। অজিদের পরবর্তী মিশন বাংলাদেশ। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের বিপক্ষে আসন্ন এই টেস্ট সিরিজ নিয়ে দলকে সতর্ক করছেন অধিনায়ক টিম পেইন।


২০১৭ সালে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়া। ১-১ ব্যবধানে ড্র করে তারা। এবারও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া। 


promotional_ad

আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায়  সিরিজটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে অস্ট্রেলিয়ার কাছে। দলকে পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে আগেই সতর্কবার্তা দিয়ে রাখছেন পেইন।


নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে পেইন বলেন, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য বাংলাদেশ এবং আপনি এই সিরিজকে সহজভাবে নিতে পারবেন না। আমরা আগেও সেখানে সফর করেছি, একটি টেস্ট জিতেছি এবং একটি হেরেছি। বাংলাদেশে সফর করা অনেকেরই কাছেই শুনেছি, আমরা যখন যাচ্ছি, বছরের এই সময়টায় বাংলাদেশে খেলা অনেক অনেক চ্যালেঞ্জিং।’


বাংলাদেশ সিরিজের পর বছরের শেষ দিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যে কারণে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকতে চায় দলটি।


বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন অজি অধিনায়ক। পেইন বলেন, ‘আমরা বাংলাদেশে গিয়ে জয় নিয়ে ফিরলে ভারতের বিপক্ষে তা আমাদের সাহায্য করবে। ভারত সিরিজটি ক্রিকেটার এবং সমর্থকদের কাছে লোভনীয় হবে।’


চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball