promotional_ad

দীর্ঘমেয়াদী অধিনায়কত্বে আগ্রহী মাহমুদউল্লাহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত অক্টোবরে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এবার পাকিস্তান সফরেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। পরপর দুই সিরিজের নেতৃত্ব পেলেও পূর্ণ মেয়াদের দায়িত্ব দেয়া হয়নি মাহমুদউল্লাহকে। দীর্ঘ পরিকল্পনার সুবিধার্থে একটি স্থির অবস্থান চাইছেন এই অলরাউন্ডার।


এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব। তাঁর অবর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্বে দারুণ লড়াই করেছে বাংলাদেশ দল।


promotional_ad

পাকিস্তান সফরেও দলকে নিয়ে লড়াই করতে প্রস্তুত মাহমুদউল্লাহ। জানিয়েছেন, ভালো ফলাফলের প্রত্যাশায় আছেন তিনি।  


বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ দল। সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মঙ্গলবার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, 'পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব দিলে আমার কাছে মনে হয় অবশ্যই পরিকল্পনার জন্য সাহায্য হবে। এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে আমাকে যেহেতু এই সিরিজের দায়িত্ব দেয়া হয়েছে, আমি চেষ্টা করবো যেন এই সিরিজে ভালো ফলাফল করতে পারি।'


মাহমুদউল্লাহর নেতৃত্বে পূর্ণ আস্থা আছে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি জানিয়েছেন, অভিজ্ঞ মাহমুদউল্লাহকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে চিন্তা করছেন তিনি।


প্রোটিয়া এই কোচ বলেছিলেন, 'আমার তো আশা, বিশ্বকাপে মাহমুদউল্লাহই আমাদের নেতৃত্ব দেবে। আমার পূর্ণ সমর্থন আছে ওর প্রতি। ভারতে দারুণ করেছে ও। এখানে আসার পর থেকে ওর সঙ্গে কাজ করে আমি খুবই উপভোগ করেছি। ও দারুণ পেশাদার। নিজে বিশ্বমানের ক্রিকেটার,  ড্রেসিং রুমে সবাই ওকে শ্রদ্ধাও করে। বিশ্বকাপের জন্যও মাহমুদউল্লাহই আমার অধিনায়ক।'


পাকিস্তানে তিন দফার সফরে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৪ তারিখ লাহোরে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ জানুয়ারি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball