promotional_ad

বাংলাদেশকে হারাতেই হতো পাকিস্তানের

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে ম্যাচ জয়ের বিকল্প নেই। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল পাকিস্তানও সেভাবেই চিন্তা করছে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে জয় খুব বেশি জরুরী ছিল দলটির, জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 


র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল খুবই খারাপ। বাংলাদেশের বিপক্ষে জেতার আগে ফল আসা শেষ নয় ম্যাচের আটটিতেই হেরেছে দলটি। ঘরের মাঠে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।


promotional_ad

বাংলাদেশকে হারিয়ে স্বস্তি ফিরে পেয়েছে বাবর আজমের দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে তারা।


ম্যাচ শেষে এই জয়ের গুরুত্ব তুলে ধরে বাবর বলেন, 'এই ম্যাচ জয় আমাদের জন্য খুবই জরুরী ছিল। বোলাররা ভালো বোলিং করেছে, শুরুতে এবং ডেথ ওভারে। তারা পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছে।'


অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে ভর করে জিতেছে পাকিস্তান। দায়িত্বশীল হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৪৫ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।


মালিকের প্রশংসা করে বাবর বলেন, 'শোয়েব অসাধারণ ছিল। সঙ্গে এহসানও। পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং আরও উন্নতি করতে হবে।'


সিরিজের দ্বিতীয় ম্যাচ মোকাবেলায় শনিবারই (২৫ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের শেষ ম্যাচ হবে ২৭ জানুয়ারি (সোমবার)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball