কোয়ারেন্টাইনে টেলর-উইলিয়ামসনরা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস আতঙ্কের কারণে আগেই বাতিল হয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। এর পরপরই অস্ট্রেলিয়া ছেড়ে নিজ দেশে যায় কিউইরা। এবার সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কেন উইলিয়ামসনবাহিনীকে।
এই তথ্য মিডিয়াকে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সমগ্র বিশ্বে এখন অবশ্য এই নিয়মটিই পালন করা হচ্ছে। বেশ কয়েকটি দেশে প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

সিডনিতে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭১ রানে হারে কিউইরা। এরপরেই করোনা আতঙ্কে স্থগিত হয় সিরিজ।
এর আগে ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ফেরার পর কুইন্টন ডি কক-ফাফ ডু প্লেসিদের ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশন বা একঘরে হয়ে থাকার নির্দেশ দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিকিৎসক শোয়েব মাঞ্জরার নির্দেশে ১৪ দিন একঘরে হয়ে থাকবেন ডি কক- ডু প্লেসিরা। এ সময় সামাজিক কাজকর্ম থেকে বিরত থাকবেন ভারত সফরে আসা প্রোটিয়া ক্রিকেটাররা।
কিছুদিন আগেই ভারত সফরে আসে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর করোনাভাইরাস আতঙ্কের কারণে বাকি দুইটি ম্যাচ স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড।