ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে মুখিয়ে স্মিথ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে মুখিয়ে আছেন স্টিভ স্মিথ। তবে কাজটি যে মোটেই সহজ নয় সেটিও মানছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। কারণ বিশ্বের প্রত্যেকটি টেস্ট খেলুড়ে দেশই ভারতের মাটিতে গলদঘর্ম হয়।
বর্তমানে ভারতের মাটিতে টেস্ট সিরিজ অ্যাশেজ এবং বিশ্বকাপের সমান গুরুত্ব পায় অস্ট্রেলিয়ার কাছে। আর তাই টেস্টের এক নম্বর দলের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জেতার ইচ্ছা স্মিথের।

তিনি বলেন, 'ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে চাই আমি। অজি ক্রিকেটার হিসেবে অ্যাশেজ এবং বিশ্বকাপ নিয়ে আমরা সবসময় কথা বলি। এখন ভারতের মাটিতে টেস্ট সিরিজও সমান গুরুত্ব পায়। সেখানে গিয়ে ৫ দিন টেস্ট খেলা অনেক কঠিন, পাশাপাশি টেস্টের এক নম্বর দল ভারত। তাই আমি ভারতেই টেস্ট সিরিজ জিততে চাই।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। বন্ধ আছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। আইপিএল মাঠে গড়াবে কি গড়াবে না সেটা নিয়েও রয়েছে শঙ্কা। এমতাবস্থায় বাড়ির ভেতর জিম করেই দিন পার করছেন স্মিথ। পাশাপাশি নেটফ্লিক্সে মুভিও দেখছেন তিনি।
হোম কোয়ারেন্টাইনে থাকা স্মিথের ভাষায়, 'মাঝে মাঝে খুব বিরক্ত হচ্ছি। কিন্তু কি করার, সবাই পরিস্থিতির শিকার। বাড়িতে জিম আছে সেখানে যাচ্ছি, শরীরচর্চা করছি। এছাড়া নেটফ্লিক্স তো আছেই, সেটা দেখেই দিন কাটাচ্ছি। বিশ্ব এখন বাজে অবস্থায় আছে।'