বাটলারের দেখানো পথে হাঁটতে চান সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস মোকাবেলায় কয়েকদিন আগে নিজের বিশ্বকাপ জার্সি নিলামে তোলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তাঁর সেই জার্সিটি পরবর্তীতে বিক্রি হয় ৬৫ হাজার পাউন্ডে।
এবার বাটলারের মতো একই পদ্ধতি অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের অভাবী, খেটে খাওয়া মানুষ এবং চিকিৎসক-নার্সদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

নিজের দাতব্য সংস্থা 'সাকিব আল হাসান ফাউন্ডেশনের' পক্ষ থেকে শুক্রবার ফেসবুক লাইভে আসেন সাকিব। সেখানে ক্রিকেটারদের ব্যাট, জার্সি এবং অন্যান্য সরঞ্জাম নিলামে তোলার পরামর্শ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজের সংস্থার মাধ্যমে এটি করা সম্ভব বলে মনে করেন তারকা এই ক্রিকেটার।
সাকিব বলেন, 'অনেক দেশের ক্রিকেটাররা তাঁদের টি শার্ট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে তুলছে। আমরা এমন কিছুও হয়তো করতে পারি। সেটা আমাদের যেকোনো ক্রিকেটারের অটোগ্রাফ সম্বলিত ব্যাট হতে পারে। এই ব্যাপারগুলো আমরা করতে পারি। এই জিনিসগুলো আমরা নিলামে তুলতে পারি ফেসবুক কিংবা ফাউন্ডেশনের মাধ্যমে।'
শুধু তাই নয়, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে পেছনের যোদ্ধা হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন সাকিব। তিনি বলেন, ‘আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু ইতিহাস থেকে পড়েছি অনেকে অনেকভাবে সামনের সারির মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। কেউ খাবার দিয়েছে, কেউ কাপড় দিয়েছে, কেউ তথ্য দিয়ে সাহায্য করেছে। আমি চিকিৎসক না। সুতরাং, করোনা মোকাবেলায় আমি সামনে থেকে কাজ করতে পারব না। কিন্তু একজন পেছনের যোদ্ধা হিসেবে তো কাজ করতে পারব।'