promotional_ad

কর্মচারীদের সুপার মার্কেটে চাকরি দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের বিরতি চলছে ক্রিকেটে। করোনার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়াতেও। এই অবস্থায় আর্থিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া কর্মচারীদের ৩০ জুন পর্যন্ত ছুটি দিয়েছে।


এর ফলে কর্মচারীদের আয় রোজগারের পথ সীমিত হয়ে গেছে। যদিও এই কর্মচারীদের নিজেদের সুপার মার্কেটে অস্থায়ী চাকরির চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তারা এজন্য তারা দ্বারস্থ হয়েছে তাদের অন্যতম স্পনসর এবং সুপার মার্কেট জায়ান্ট উলসওয়ার্থের।


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্টস এসইএন রেডিওকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি উলসওয়ার্থের সিইও ব্র্যাড বান্ডুচ্চিকে চিঠি লিখেছি। কারণ আমরা জানি যে এই সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানের অনেক কর্মী লাগে, সেগুলোর একটি উলসওয়ার্থ।’


promotional_ad

অস্ট্রেলিয়ায় আরও কিছু প্রতিষ্ঠান ও শিল্প-কলকারখানাও এরকম সময়ে কর্মী নিয়ে থাকে। কর্মীদের সাময়িক চাকরির জন্য তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন রবার্টস। এদিকে করোনার কারণে অস্ট্রেলিয়ার অনেক ম্যাচ স্থগিত হয়ে গেছে।


এর ফলে বড় রকমের রাজস্ব হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই তারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য পাচ্ছে না। অনেকে দর্শকবিহীন মাঠে খেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন। এমনটা হলে সেখানে মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার।


প্রতি মৌসুমে শুধু টিকেট বিক্রি থেকেই ৪-৫ কোটি টাকা লাভ করে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। এ কারণেই অর্থ সাশ্রয়ের দিকে ঝুঁকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কর্মচারীরা ছুটিতে থাকায় বেতন পাবেন শতকরা ২০ ভাগ, কিন্তু নির্বাহীরা পাবেন ৮০ ভাগ।


এই বিষয়টি অনেকে ভালো না লাগলেও রবার্টসের বিশ্বাস বেশিরভাগ মানুষই সন্তুষ্ট হয়েছেন। তিনি বলেন,  ‘আমরা জানি শতভাগ মানুষ ও শতভাগ অংশীদারকে আপনি খুশি করতে পারবেন না। কিন্তু সত্যিটা হলো বেশির ভাগ মানুষ, আমাদের সদস্য ও অংশীজনই আমরা যেভাবে কাজ করছি তাতে খুশি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball