‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পেলেন ক্লার্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ক্রিকেটে মাইকেল ক্লার্কের অবদান অসামান্য। অজস্র সম্মাননার সঙ্গে ক্লার্কের ঝুলিতে যোগ হল অনন্য আরও একটি খেতাব। খেলাধুলায় এমন অবদানের জন্য রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, মার্ক টেলর, অ্যালান বোর্ডার পর এবার ক্লার্ককে দেয়া হল ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব। যেটা কিনা অস্ট্রেলিয়ার রাণীর জন্মদিনে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ কিছু করা ব্যক্তিদের দেয়া হয়।
পাঁচ বছর পর হলেও এই খেতাব পেয়ে অভিভূত ক্লার্ক। তবে প্রশণ আসতে পারে এতো দেরিতে কেন দেয়া হল এই সম্মাননা। উত্তরটা এলো গভর্নর জেনারেলের অফিস থেকেই। সেখানকার এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘একজন খেলোয়াড় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে অধিনায়কত্বের মাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি এটি।’

অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার হয়েছে ওয়ানডে ও টেস্ট- উভয় ফরম্যাটেই চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টেস্টে ৪৯ গড়ে ৮৬৪৩ এবং ওয়ানডেতে ৪৫ গড়ে ৭৯৮১ রান করেছেন ক্লার্ক।
ক্রিকেটে ক্লার্কের অবদানের জন্য ইতোমধ্যেই বেশ কিছু সম্মাননা এবং পদক জিতেছেন ক্লার্ক। এর ভেতর উল্লেখযোগ্য হল, অ্যালান বোর্ডার পদক (২০০৫, ২০০৯, ২০১২, ২০১৩), অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের খেতাব (২০০৯, ২০১২-১৪), উইজডেনের বর্ষসেরা খেলোয়াড় ২০১০, উইজডেনের বর্ষসেরা লিডিং ক্রিকেটারের খেতাব ২০১৩, আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার ২০১৩ এবং আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার ২০১৩।
ক্লার্কের সঙ্গে একই খেতাব অর্জন করেছেন নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার লিন লারসেন। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলোয়াড়, ম্যানেজার এবং কোচ হিসেবে অবদানের জন্য এ সম্মান পেয়েছেন লারসেন। ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত সময়ে ১৫ টেস্ট এবং ৪৯ ওয়ানডে খেলেছেন তিনি।
ক্লার্কের আগে অর্ডার অব অস্ট্রেলিয়া পাওয়া বাকি ক্রিকেটারদের ভেতর অন্যতম হলেন স্যার ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, মার্ক টেলর, অ্যালান বোর্ডার, গ্লেন ম্যাকগ্রা, ডেনিস লিলি, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন, ডিন জোনস প্রমুখ।