promotional_ad

হোল্ডারদের প্রতি কৃতজ্ঞ অ্যান্ডারসন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও ইংল্যান্ডের মাটিতে খেলতে রাজি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই তারকা পেসারের মতে ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতিতে খেলতে আসা অনেক বড় সিদ্ধান্ত ছিল ক্যারিবিয়ানদের জন্য। 


তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত মঙ্গলবার ইংল্যান্ডের মাটিতে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ৮ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার এই সিরিজটি। আর এরই মধ্য দিয়ে দীর্ঘ দিন বন্ধ পর মাঠে ফিরছে ক্রিকেট। 


promotional_ad

জ্যাসন হোল্ডারদের প্রতি তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করে অ্যান্ডারসন বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা এখানে খেলতে এসেছে। বিশ্বে যা চলছে তাতে আমি বলতে পারি এখানে আসাটা তাদের জন্য অনেক বড় সিদ্ধান্ত ছিল।’


গত আগস্টের পর থেকে মাত্র ৭৪ ওভার বোলিং করেছেন অ্যান্ডারসন। ইনজুরির সঙ্গে লড়াই শেষে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। এই লক্ষ্যে লকডাউনে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন অ্যান্ডারসন।


ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন। ১৫১ টেস্টে তাঁর শিকার ৫৮৪ উইকেট। যেখানে সবমিলিয়ে ২৮ বার পাঁচ উইকেট পেয়েছেন তিনি। আর ৩ বার  পেয়েছেন ১০ উইকেট করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball