promotional_ad

বিশ্বজয়ীদের কোচ হচ্ছেন কলিংউড

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেট দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন পল কলিংউড। সবকিছু ঠিক থাকলে আগামী আয়ারল্যান্ড সিরিজেই নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে। যদিও সিরিজটির সূচি এখনও চূড়ান্ত হয়নি। 


সিরিজ চলাকালীন বিরতিতে থাকবেন প্রধান কোচ ক্রিস সিলভার উড। আগামী সপ্তাহেই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বলে জানা গেছে। নিজ দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা অবশ্য আগেও রয়েছে কলিংউডের।


promotional_ad

২০১৪ সালে ইংল্যান্ডে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবার বিশ্বজয়ীদের প্রধান কোচ হিসেবে খন্ডকালীন দায়িত্ব পাচ্ছেন সাবেক এই তারকা ক্রিকেটার। 


২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪৪ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে পেশাদার ক্রিকেট ছেড়েছেন ২০১৮ সালে। এরপর থেকেই কোচিংকে পুরোদস্তুর পেশা হিসেবে বেঁছে নিয়েছেন তিনি।  


ইংল্যান্ডের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার পার করেছেন কলিংউড। তাঁর অধীনেই ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেতে ইংল্যান্ড। এটি ছিল দেশটির প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি অ্যাশেজ জয়ী দলের সদস্যও ছিলেন কলিংউড। 


নিজ দেশের হয়ে ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কলিংউডের। ৬৮ টেস্টে ৪০.৫৬ গড়ে ৪ হাজার ২৫৯ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ১০টি সেঞ্চুরি এবং ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।


অপরদিকে ১৯৭ ওয়ানডেতে ৩৫.৩৬ গড়ে কলিংউডের সংগ্রহ ৫ হাজার ৯২ রান। তাঁর ওয়ানডে সেঞ্চুরি রয়েছে ৫ টি এবং হাফ সেঞ্চুরি ২৬টি। এছাড়া ৩৬ টি-টোয়েন্টিতে ১৮.৮০ গড়ে ৫৮৩ রান সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার। বল হাতেও খুব একটা খারাপ করেননি কলিংউড। টেস্টে ১৭, ওয়ানডেতে ১১১ এবং টি-টোয়েন্টিতে ১৬টি উইকেটর মালিক তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball