ইংল্যান্ডের 'কোহলি' হবেন অধিনায়ক স্টোকস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের মাঝেই মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। তবে আসন্ন এই সিরিজের প্রথম দুই টেস্টে নাও খেলতে পারেন জো রুট। সন্তানসম্ভ্যবা স্ত্রীর পাশে থাকতে চান ইংলিশ এই অধিনায়ক।
রুট না খেললে টেস্ট দলের নেতৃত্বভার সামলাবেন বেন স্টোকস। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে রুট আশাবাদী। ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতো সামনে থেকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন স্টোকস, মনে করছেন তিনি।

সম্প্রতি সনি টেন টিভিতে কথোপকথনে রুট জানিয়েছেন, অধিনায়ক স্টোকসের মাঝে তিনি দেখতে পাচ্ছেন কোহলির ছায়া। তিনি বলেন, 'আপনারা দেখেছেন, বিরাট (কোহলি) মাঠে নেমে কীভাবে পারফর্ম করে এবং তার চাওয়া থাকে, সবাই তাকে অনুসরণ করবে। আমার ধারণা, বেন (স্টোকস) একইভাবে দলকে নেতৃত্ব দেবে।'
ক্যারিয়ারের শুরুতে নানান বিতর্কের কারণে আলোচনায় এসেছিলেন স্টোকস। । ড্রেসিং রুমে ঘুষি মেরে হাত ফাটানো, পানশালার বাইরে মারামারি করে নিষিদ্ধও হয়েছিলেন ইংলিশ এই অলরাউন্ডার। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন তিনি।
ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন স্টোকস। অ্যাশেজে হেডিংলি টেস্টে একাই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। পারফরম্যান্স করার পাশাপাশি দায়িত্ব পেয়েছেন সহ-অধিনায়কেরও।
রুট আরও বলেন, 'সহ-অধিনায়ক হিসেবে এমনিতেও সে দলের বড় এক নেতা। দলের ভেতরে তার প্রতি শ্রদ্ধাবোধ প্রবল। খেলাটায় এর মধ্যেই সে এত কিছু করেছ, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, নেতৃত্ব দেওয়ার জন্য সে যথেষ্টরও বেশি যোগ্য।'