promotional_ad

চাকরি হারালেন ওয়ার্নার-স্মিথদের কোচ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ সময় ধরে মাঠে নেই ক্রিকেট। খেলা বন্ধ থাকায় আর্থিক সংকট চোখ রাঙাচ্ছে বড় বড় ক্রিকেট বোর্ডগুলোকেও। অবস্থা খারাপ হলেও শনির দৃষ্টি পড়েছে যেন শুধুমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওপর।


ক???ছুদিন আগে নিজেদের প্রধান নির্বাহীকে আর্থিক ক্ষতি পোষাতে ছাটাই করতে হয়েছিল বোর্ডকে। এবার সেই ছাটাইয়ের শিকার হলেন জাতীয় দলের ব্যাটিং কোচসহ বোর্ডের ৪০জন কর্মী।
 
সিএ চেয়ারম্যান আর্ল এডিংস এক ভিডিও কনফারেন্সে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে জানিয়েছেন নির্বাহী পর্যায়ের কর্মীদেরও বেতন কর্তনের কথা। জাতীয় দলের ব্যাটিং কোচের কথা সরাসরি সংবাদমাধ্যমে না জানালেও দলের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছিলেন বিষয়টি।


promotional_ad

এডিংস বলেন, 'আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আজ প্রতিষ্ঠানের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করেছি। কিন্তু কাদেরকে করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাই না।'


২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে ছিলেন হিক। ২০১৬ সালে বুঝে পান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব। বোর্ডের চেয়ারম্যান এডিংস সরাসরি না বললেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্রিকেটারদের হিকের ছাঁটাই বিষয়ে জানানো হয়। আর ক্রিকেটারদের কাছ থেকে নিজের ছাঁটাইয়ের খবর জানতে পারেন হিক।


এর আগে করোনার এই সঙ্কটে আর্থিক ক্ষতি পোষাতে ৮০জন কর্মীকে বাধ্যতামূলক ভাবে ছুটিতে পাঠিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) কেভিন রবার্টস। যাদের মধ্যে অনেককেই চাকরীচ্যুত করা হয়েছিল। এরপর সেই আর্থিক ক্ষতি পোষাতেই চাকরি হারাতে হয়েছিল রবার্টসকেও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball