পাকিস্তানের ইংল্যান্ড যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য সবধরণের প্রস্তুতি নিয়ে ফেলেছে পাকিস্তান। চূড়ান্ত হয়ে গেছে যাওয়ার দিনক্ষণও। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (২৮জুন) ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হবে দল। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই তথ্য জানিয়েছে।
সফরে ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। যে জন্য ২৯ সদস্যের দল আগেই ঘোষণা করেছিল পিসিবি। ১৪জন কোচিং স্টাফ সহ ৪৩ জনের বিশাল বহর নিয়ে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল দলটির। তবে পারিবারিক কারণে দলের সঙ্গে যাচ্ছেন না শোয়েব মালিক।

ইংল্যান্ডে যাওয়ার আগে সবাইকে দুইবার করোনা পরীক্ষা দিতে হবে। সোমবার ২২ জুন যে যার শহরে করোনা টেস্ট করাবেন। আর দ্বিতীয় পরীক্ষা হবে অনুশীলনে যোগ দেয়ার পর বুধবার লাহোরে।
চার্টার্ড ফ্লাইটে ইংল্যান্ডের জন্য রওনা করার আগে লাহোরের একটি পাঁচ-তারকা হোটেলে অবস্থান করবেন খেলোয়াড়রা। এরপর ইংল্যান্ড পৌঁছে ডার্বিশায়ারে থাকতে ১৪দিনের হবে কোয়ারেন্টিনে।
আসন্ন সফরে পরিবার সঙ্গে করে নিতে পারবেন না ক্রিকেটার। এনিয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত এই কারণেই সফর করতে রাজি হননি হারিস সোহেল। পারিবারিক কারণে যাচ্ছেন না মোহাম্মাদ আমিরও।
ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট শুরু না হওয়ায় নিজেদের মধ্যে ভাগ করে প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা। তবে জুলাইয়ের ৮ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে ইংল্যান্ডের।