দুই যুগের আক্ষেপ ঘুচাতে চান আজহার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা শঙ্কা কাটিয়ে ইংল্যান্ড সফরে গেছে পাকিস্তান দল। আসন্ন এই সিরিজে দীর্ঘ দিনের আক্ষেপ ঘুচাতে চান পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। দুই যুগ পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে চান তিনি।
আজহারের বিশ্বাস ব্যাটসম্যানরা লড়াইয়ের পুঁজি এনে দিতে পারলে তার বোলাররা ম্যাচ ঘুরিয়ে দিতে পারবেন। দলের বোলিং লাইনআপের উপর বিশ্বাস রাখছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

আজহার বলেন, 'আমার বিশ্বাস, আমাদের পেস ও স্পিন আক্রমণ ইংল্যান্ডকে প্রতিটি রানের জন্য ভোগাবে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ কিংবা মোহাম্মদ হাসনাইনের মতো তরুণ পেসারদের দারুণ সম্ভাবনা আছেন ইংলিশ কন্ডিশনে ভালো করার। একই সঙ্গে দলে আছে কয়েক জন অভিজ্ঞ বোলার।'
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। এরপর ২০১৬ এবং ২০১৮ সালের সিরিজ জয়ের খুব কাছে গিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। আজহারের বিশ্বাস এবার আরেক ধাপ এগিয়ে সিরিজ জিততে পারবে না।
পাকিস্তান অধিনায়ক বলেন, 'ইংল্যান্ডে ব্যাটিং করা সবসময়ই কঠিন। তবে গত সফরে আমরা সেখানে ভালো করেছিলাম। ঘরের মাঠে শেষ টেস্টে আমাদের ব্যাটসম্যানরা বেশ কয়েকটি সেঞ্চুরি করেছে, আমার মনে হয় তারা এখনও আত্মবিশ্বাসী। ইংল্যান্ডে দল হিসেবে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়তে পারলে আশা করি, আমরা ভালো করব।'