promotional_ad

সেপ্টেম্বরে ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জৈব সুরক্ষিত পরিবেশে ইংল্যান্ড সফরে যাওয়ার ব্যাপারে আগ্রহী অস্ট্রেলিয়া। ইতোমধ্যে আসন্ন সিরিজের জন্য সম্ভাব্য সূচিও নির্ধারিত হয়ে গেছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে।


সব কিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে যাবে ফিঞ্চবাহিনী। টেলিগ্রাফ জানায়, ৪ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। 


promotional_ad

৬ ও ৮ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের দুদিন পরই শুরু হবে ওয়ানডে সিরিজ। ১০, ১২ ও ১৫ সেপ্টেম্বর হবে তিন ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই হবে জৈব সুরক্ষিত পরিবেশ ও দর্শকশূন্য মাঠে।


প্রতিবেদনে বলা হয়েছে, সফরের জন্য ভাড়া করা উড়োজাহাজে ইংল্যান্ডে পৌঁছাবে অস্ট্রেলিয়া। সেখানে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি এবং ১৪ দিনের কোয়ারেন্টিনসহ করোনা পরীক্ষা দেবেন ফিঞ্চ-ওয়ার্নাররা। সিরিজের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে মাত্র ২টি ভেন্যুতে।


আবাসন সুবিধা আছে সাউদাম্পটনের রোজভৌল আর ম্যানচেস্টারের ওল্ড টার্ফোডে হবে সবকটি ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান কর্মকর্তা বেন ওলিবার বলেন, 'করোনাভাইরাসের পরবর্তীর পরিস্থিতিতে খেলোয়াড় ও অফিসিয়ালদের সুরক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির কথা মাথায় নিয়েই এগিয়ে যাচ্ছেন তারা।'


আসন্ন সিরিজকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। সফরের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।  ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাস পরিস্থিতিতে সিরিজটি সাময়িকভাবে স্থগিত করা হয়। এবার সেই সিরিজটি হতে পারে সেপ্টেম্বরে।


অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মাইকেল নেসার, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, ডার্সি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball