promotional_ad

ভাগ্যের কাছে হেরে গেলেন বাংলাদেশকে উড়িয়ে দেয়া প্রাইস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছিলেন রে প্রাইস। ঢাকার মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ১০ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার। তাঁর বোলিং ঘূর্ণিতে মাত্র ১২৪ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। 


এরপর ৪ বল হাতে রেখে ম্যাচটি ২ উইকেটে জিতে নেয় সফরকারীরা। একই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নেয় তারা। বাংলাদেশের বিপক্ষে নিজ দলকে দুর্দান্ত এক জয় এনে দেয়া সেই রে প্রাইস অনেকদিন ধরেই অনেকটা লোকচক্ষুর আড়ালে রয়েছেন।  


promotional_ad

সম্প্রতি কয়েকটি সূত্র থেকে জানা গেছে বর্তমানে এসি সারানোর কারিগর হিসেবে কাজ করছেন ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই খেলোয়াড়। জিম্বাবুয়ের এক সময়কার অন্যতম সেরা এই স্পিনার জীবন যুদ্ধে অনেকটাই বিপর্যস্ত। 


ভাগ্যের কাছে হেরে যাওয়া এই প্রাইসের দুর্দান্ত বোলিংয়েই তিনবার ধরাশায়ী হয়েছিলেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। এমনকি ২০১১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন তিনি। অথচ এখন একেবারেই নিভৃতে জীবন পার করছেন ৪৪ বছর বয়সী এই জিম্বাবুইয়ান। 


ক্রিকেট থেকে অবসরের পর একটি খেলার সরঞ্জাম বিক্রির দোকান খুলেছিলেন প্রাইস। খুব একটা লাভবান না হলেও সেই ব্যবসা ছাড়েননি তিনি। তবে সেখান থেকে প্রাপ্ত আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন প্রাইস। সেকারণে এসি সারানোর কাজ শুরু করেন তিনি। 


জিম্বাবুয়ের হয়ে ২২টি টেস্ট এবং ১০২টি ওয়ানডে খেলেছেন রে প্রাইস। যেখানে টেস্টে ৩৬.০৬ গড়ে ৮০ উইকেট শিকার করেন তিনি। আর ওয়ানডেতে ৩৫.৭৬ গড়ে তাঁর ১০০ উইকেটের মালিক এই বাঁহাতি। এছাড়া ১৬ টি-টোয়েন্টিতে ১৩ উইকেট রয়েছে তাঁর।


সূত্রঃ কালের কন্ঠ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball