৯ কোটি রুপি কর ফাঁকির দায়ে অভিযুক্ত হাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর)।
তাদের অভিযোগ, হাফিজ ২ কোটি ৬০ লাখ রুপির কর ফাঁকি দিয়েছেন। পাকিস্তানের এই অলরাউন্ডার ২০১৪ সালে ৮ কোটি ৬০ লাখ রুপির সম্পত্তি গোপন করেছিলেন।

এই ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলেও, সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। ২০১৯ সালে হাফিজকে কর ফাঁকির কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছিল এফবিআর।
যদিও হাফিজ এই নোটিশ পাওয়ার ব্যাপারটি বরাবরই অস্বীকার করে গেছেন। সেই সঙ্গে প্রতি বছর কর ঠিকঠাক দিয়েছেন বলেও দাবি এই অলরাউন্ডারের।
তিন ম্যাচের সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন হাফিজ। সেখান থেকে ফিরে আসলেই তার ব্যাপারে ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছে এফবিআর।