promotional_ad

অবশেষে করোনামুক্ত হারিস রউফ, যাচ্ছেন ইংল্যান্ডেও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন হারিস রউফ। করোনা নেগেটিভ এসেছে ডানহাতি এই পেসারের। ফলে ইংল্যান্ড সফরে দলের সঙ্গে তাঁর যোগ দিতে আর বাঁধা নেই। চলতি সপ্তাহেই ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে এই পেসারের।


২২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় বার করোনা পরীক্ষা দিয়েছেন হারিস। যার মধ্যে পাঁচ বারই রিপোর্ট পজিটিভ এসেছিল। ষষ্ঠবারে নেগেটিভ আসার পর আরেকটি নেগেটিভ রিপোর্টের অপেক্ষা ছিল তার। যা পাওয়ার পর এখন পুরোপুরি করোনামুক্ত ডানহাতি এই পেসার।


promotional_ad

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পাকিস্তানের ২৯ সদস্যের দলে ছিলেন হারিস। তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে সেখানে যাওয়ার আগে করোনা পরীক্ষা করা হয়েছিল পাকিস্তানের সব খেলোয়াড়দের। 


সেখানে ১০ জনের ফল আসে করোনা পজিটিভ। বাকি ১৮ জন উড়াল দেয় ইংল্যান্ডের উদ্দেশ্যে। আক্রান্তদের মধ্যে ৯ জন খেলোয়াড় দফায় দফায় করোনা নেগেটিভ প্রমাণিত হয়ে যোগ দেন দলের সঙ্গে। শুধু বাকি ছিলেন হারিস রউফ। এবার তিনিও মুক্ত হলেন।


হারিস করোনা আক্রান্ত থাকায় পা কিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক তার ব্যাকআপ হিসেবে মোহাম্মদ আমিরকে দলে ফিরিয়েছিলেন। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য। তবে এখন হারিস রউফ সুস্থ হলেও, বাদ পড়ছেন না আমির।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হয়েছে ২৮ জুলাই। এর একদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে ইংলিশরা। আজ (বৃহস্পতিবার) রোজ বোলে হবে প্রথম ম্যাচটি।


৪ আগস্ট হবে সিরিজের শেষ ওয়ানডে। এরপরের দিন ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। এই সিরিজে ৩টি টি-টোয়েন্টিও খেলবে দু'দল। সিরিজে অংশ নিতে ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball