হারিস-আমির দুজনকেই পাচ্ছে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের অনুশীলনে যোগ দিয়েছেন মোহাম্মদ আমির। ইংল্যান্ড পৌছে দুইবার করোনা পরীক্ষা দেবার পর, ফলাফল নেগেটিভ আসায় দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের এই পেসার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিবৃতিতে বলা হয়, '২৪ জুলাই আমির লাহোর থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন এবং যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুসারে পাঁচ দিনের জন্য আইসোলেশনে চলে যান। এ সময় তাকে দুবার পরীক্ষা করা হয়েছিল।'

ইংল্যান্ড বিশ্বকাপের পর হুট করেই টেস্টকে বিদায় জানান আমির। সাদা পোশাককে বিদায় জানালেও সীমিত ওভারে এখনও খেলে যাচ্ছেন বাঁহাতি এই পেসার। কিন্তু সলতি বছর ইংল্যান্ড সফরের সময় বাবা হবার কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু পেসার হারিস রউফ করোনা পজিটিভ হওয়ায় ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আমিরকে।
এদিকে আর একটি সুসংবাদ এসেছে পিসিবির পক্ষ থেকে। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ফাস্ট বোলার হারিস রউফ, যিনি ইতিপূর্বে পজিটিভ হয়েছিলেন, তিনিও করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং সম্ভবত শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে আর বলা হয়, 'ফাস্ট বোলার হারিস রউফ তার দ্বিতীয় করোনা টেস্টটিতে নিরাপদ প্রমাণিত হয়েছেন এবং ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিতে পারবেন। প্রোটোকল অনুসারে তাঁর দু'বার পরীক্ষা হয়েছিল - সোমবার ও বুধবার।'
'তিনি সপ্তাহান্তে ইংল্যান্ডে পৌছাবেন বলে আশা করা হচ্ছে। তার ইংল্যান্ড যাবার পরিকল্পনার বিস্তারিত যথাযথ সময়ে জানানো হবে।'