ম্যানচেস্টারে দুই স্পিনার খেলানোর ভাবনায় পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্পিনারদের নিয়ে বাড়তি ভাবনায় আছে দলটি। ম্যানচেষ্টারে আজহার আলীদের একাদশে দেখা যেতে পারে দুই স্পিনারকে।
ইংল্যান্ডের উইকেট ও কন্ডিশন পেসারদের পক্ষে কথা বলে বেশীরভাগ সময়। তবে আবহাওয়ার বর্তমান অবস্থা সহায়ক হতে পারে ইয়াসির শাহ-কশিফ ভাট্টিদের জন্য। যে কারণে দুই স্পিনার খেলানোর বিষয়টি বিবেচনায় রেখেছেন পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক।

প্রথম টেস্টের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করবে পাকিস্তান। ২০ জনের প্রাথমিক দলে স্পিনার তিনজন, ইয়াসির শাহ, শাদাব খান ও কাশিফ ভাট্টি।যদিও ইংলিশ কন্ডিশনে দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজান যথেষ্ট বিরল।
সোমবার ভিডিও কনফারেন্সে মিসবাহ জানালেন, এবার দুই স্পিনার খেলানোর ভাবনা তাদের আছে। তিনি বলেন, 'দুইজন স্পিনার খেলানো হবে কিনা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আজ এবং কাল আমরা পিচ ও আবহাওয়ার অবস্থার ওপর নজর রাখব।'
'এই সম্ভাবনা আছে (দুই স্পিনার খেলানো) এবং আমাদের জন্য বেশ উৎসাহব্যঞ্জক ব্যাপার। এই মুহুর্তে পিচ ও আবহাওয়া আমাদের সহায়ক হতে পারে, তবে জিততে হলে পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে হবে,' আরও যোগ করেন তিনি।
করোনাভাইরাসের মাঝে উপমহাদেশের প্রথম দল হিসেবে ক্রিকেটের লড়াইয়ে ফিরছে পাকিস্তান। লম্বা বিরতির পর ইংল্যান্ডে গিয়েও লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে দল, নিজেদের মধ্যে খেলেছে প্রস্তুতি ম্যাচ।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও প্রস্তুতি যা হয়েছে, তাতে সন্তুষ্ট মিসবাহ। তিনি আরও বলেন, 'সব মিলিয়ে, দলের প্রস্তুতিতে আমি খুশি। তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছিল। দলের অবস্থা ভালো এবং আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।'