promotional_ad

গিলক্রিস্টের চোখে উইকেটরক্ষক হিসেবে ধোনিই সেরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষকদের মধ্যে একজন অ্যাডাম গিলক্রিস্ট। তবে সাবেক এই অজি ক্রিকেটার তার দেখা সেরা উইকেটরক্ষক বাছতে গিয়ে নিয়েছেন চারজনের নাম। যদিও এদের মধ্যে সবার উপরে তিনি রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে।


ইন্সটাগ্রামে এক লাইভ আড্ডায় উইকেটকিপিং স্কিলের বিচারে সেরা কিপার বাছাই করার চ্যালেঞ্জ আসে গিলক্রিস্টের সামনে। সেরা হিসেবে তিনি ধোনি ছাড়াও বেছে নেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারকে।

এই চারজনের মধ্যে একদম সেরা কে? উত্তরে কোনো সময় না নিয়েই নাম নেন ধোনির। গিলক্রিস্ট বলেন, ‘যদি বলা হয় এদের মধ্যে সেরা কে, আমি ধোনির নাম করব। দেখুন, আমার নাম গিলি, আমি ‘সিলি’ নই (হাসি)। অনেক ভেবেচিন্তেই বলছি। এক নম্বরে থাকবে ধোনি, তারপর সাঙ্গাকারা, তিনে ম্যাককালাম আর চারে বাউচার।'

উইকেটরক্ষকক হিসেবে স্কিলের দিক দিয়ে গিলক্রিস্টের আমলে মার্ক বাউচারকে সেরা মানতেন অনেকেই। কিন্তু চোখে চোট পাওয়ায় শেষ হয়ে যায় এই প্রোটিয়ার ক্যারিয়ার। গিলক্রিস্টও তাই মানছেন। তিনি বলেন, ‘চোখে চোট লাগায় ওর ক্যারিয়ারটা ছোট হয়ে যায়। তবে এই চারজনই অসাধারণ।’


promotional_ad

৬৩৪টি ক্যাচ ও ১৯৫টি স্টাম্পিং আছে ধোনির। তবে ফিনিশার ধোনির ব্যাটিং মুন্সিয়ানা অনেক সময়েই তার কিপিংকে ছাড়িয়ে গেছে। ওয়ানডেতে ৫০.৮৩ গড়ে ১০ হাজার ৭৭৩ রান করেছেন তিনি। 


গিলক্রিস্ট বলেন, ‘ধোনির ক্রিকেট জীবন খুব ভাল দেখেছি। দারুণ একটা ক্যারিয়ার। একটা দারুণ সেঞ্চুরি করে নিজের জানান দিয়েছিল। পরে যে ক্রিকেট খেলেছে তাতে সে জনপ্রিয় হয়ে যায়। এরপর বিশাল খ্যাতি, বিত্ত সবই এসেছে। ভারতের মতো দেশে এত নাম-যশ সামলানো সহজ না।’


ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি- একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন ধোনি। মাঠের ভেতর ও বাইরে শান্ত ও প্রখর চিন্তার ধোনির প্রতি প্রশংসার যেন শেষ নেই গিলক্রিস্টের।


অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আরও বলেন,  ‘মাঠের ধোনিকে আমরা বরাবরই শান্ত দেখি, মাঠের বাইরেও ও শান্ত স্বভাবের। ওর প্রশংসা না করে উপায় নেই। ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব অনেক দিন থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball