ওকস-বাটলারের ব্যাটে পাকিস্তানের জয় ছিনতাই

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দারুণ রোমাঞ্চ ছড়িয়ে ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আর এরই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে গেছে তারা। আজ ওল্ড ট্রাফোর্ডে সফরকারীদের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অলরাউন্ডার ক্রিস ওকসের অপরাজিত ৮৪ রানের ইনিংসের সুবাদে এক দিন হাতে রেখেই দুর্দান্ত এক জয় ছিনিয়ে নেয় জো রুটের দল।
লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় ১১৭ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেসময় দুই দলেরই সমান জয়ের সম্ভাবনা ছিল। তবে ষষ্ঠ উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে ১৩৯ রানের বড় একটি জুটি গড়েন ওকস। ১০১ বলে ৭৫ রান করে ইয়াসির শাহর বলে এলবিডব্লিউয়ের শিকার হন উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার। অবশ্য এর আগেই দলকে জয়ের বেশ কাছে নিয়ে যান তিনি।
বাটলার ফেরার কিছুক্ষণের মধ্যে আউট হন স্টুয়ার্ট ব্রডও। ৭ রান করে ইয়াসির শাহর বলে তিনিও এলবিডব্লিউ হন। তবে এরপর একেবারেই বিপদে পড়তে হয়নি ইংল্যান্ডকে। ত্রাণকর্তা হিসেবে ব্যাটিং কারিশমা দেখিয়ে জয়ের বেশে মাঠ ছাড়েন ওকস। তাঁর সঙ্গী ডম বেস অপরাজিত থাকেন শুন্য রানে।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার ইয়াসির শাহ। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস এবং নাসিম শাহ। ইংল্যান্ডের পক্ষে ওকস এবং বাটলার ছাড়াও ৪২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক জো রুট।
এর আগে প্রথম ইনিংসে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। এরপর ব্যাটিং করতে নেমে এই ইনিংসেও ইংল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর শান মাসুদের দেড়শ ঊর্ধ্ব ইনিংসের সুবাদে কিছুটা স্বস্তি পায় পাকিস্তান। ৬৯ রানের ইনিংস খেলে মাসুদকে দারুণ সঙ্গ দেন বাবর আজমও।
এছাড়া লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানের ব্যাট থেকে আসে ৪৪ রান। সবমিলিয়ে ১০৯.৩ ওভার খেলে ৩২৬ রানের মাঝারি পুঁজি পায় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড এবং ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জফরা আর্চার। আর ক্রিস ওকস ২টি ও জেমস অ্যান্ডারসন এবং ডম বেস একটি করে উইকেট নেন।

পাকিস্তানের এই রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ডও। লেগ স্পিনার ইয়াসির শাহর ঘূর্ণি বোলিংয়ে ২১৯ রানে অলআউট হয় তারা। ৬৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ইয়াসির। উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আব্বাস এবং শাদাব খানও। ২টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপে ধ্বস নামাতে অবদান রাখেন তারা।
স্বাগতিকদের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অলি পোপ। উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া ২৯ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পেস বোলিং অলরাউন্ডার ব্রড।
১০৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। শুরু হয় একের পর ব্যাটসম্যানদেড়র আসা যাওয়ার মিছিল। ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকসদের আগুনে বোলিংয়ের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি কেউ। ফলে তৃতীয় দিন ৮ উইকেটে মাত্র ১৩৭ রান নিয়ে খেলা শেষ করে সফরকারী পাকিস্তান।
এরপর আজ দিনের শুরুতে খুব বেশি এগোতে পারেনি আজহার আলীর দল। পাকিস্তানের শেষ দুটি উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড এবং জফরা আর্চার। স্বাগতিকদের হয়ে ব্রড ৩৭ রানে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ওকস ও বেন স্টোকস ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করতে সক্ষম হন টেল এন্ডার ব্যাটসম্যান ইয়াসির শাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৩২৬/১০ (১০৯.৩ ওভার) (মাসুদ ১৫৬, বাবর ৬৯; ব্রড ৩/৫৪, আর্চার ৩/৫৯)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২১৯/১০ (৭০.৩ ওভার) (পোপ ৬২, বাটলার ৩৮; ইয়াসির ৪/৬৬, আব্বাস ২/৩৩)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ১৬৯/১০ (৪৬.৪ ওভার) (ইয়াসির ৩৩, শফিক ২৯; ব্রড ৩/৩৭, ওকস ২/১১)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ২৭৭/৭ (৮২.১ ওভার) (ওকস ৮৪*, বাটলার ৭৫; ইয়াসির ৪/৯৯, আব্বাস ১/৩৬)
ফলাফলঃ ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী (এক দিন আগে)
টসঃ পাকিস্তান (ব্যাটিং)