এখনও সিরিজ জিততে পারে পাকিস্তান, বিশ্বাস ইনজামামের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে তিন উইকেটে হেরেছে পাকিস্তান। তবে এখনও পাকিস্তানের সিরিজে ফিরে তা জেতার সামর্থ্য রয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তার মতে আজহার আলীর দল খেলায় ফিরবে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই বলেন করেন ইনজামাম-উল-হক।

ইনজামাম বলেন, আমি মনে করি পাকিস্তান দল ইংল্যান্ডের চেয়ে ভাল এবং আমাদের প্রথম টেস্ট জিততেই হতো। কিন্তু অত্যন্ত হতাশার হলেও আমরা হেরে গিয়েছি। আমি বিশ্বাস করি পাকিস্তান এখনও সিরিজ জিততে পারে।'
'আপনি যখন কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবেন, তখন দলের বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা উচিত নয়। প্রথম টেস্টে এটি স্পষ্টভাবেই ঘটেছিল কারণ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ধসের পরে পাকিস্তানের খেলোয়াড়রা চাপের মধ্যে ছিলেন আর প্রতিপক্ষ সেটা স্পষ্ট বুঝতে পারছিল।'
৫০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মতে, টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের এমন পরিণতির জন্য দায়ী। কেননা তাদের উচিত ছিল ২য় ইনিংসে ব্যাটিং ধ্বসের পর খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা।
ইনজামাম এ প্রসঙ্গে বলেন, 'সে সময় টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। তাদের ইতিবাচক কথা বলা দরকার। ৩০০ নেতিবাচক দিকগুলিতে মনোনিবেশ করার পরিবর্তে ৩০০ ইতিবাচক দিকে নজর দিলে খেলোয়াড়দের মনোবল বেড়ে যেত।'