promotional_ad

দ্বিতীয় টেস্টে স্টোকসের বদলি রবিনসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার অলি রবিনসন। পারিবারিক কারণে বেন স্টোকসের নিজেকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন এই পেসার।


বুধবার (১২ আগস্ট) ১৪ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রবিনসন ছাড়া দলে আসেনি আর কোনো পরিবর্তন।


promotional_ad

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে শনিবার ২৬ বছর বয়সী রবিনসকে বায়ো সুরক্ষিত পরিবেশে প্রবেশ করানো হয়েছে। এখন পর্যন্ত ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১.৮৬ গড়ে ২৪৪ উইকেট নিয়েছেন সাসেক্সে খেলা ডানহাতি এই পেসার।


সাউথ্যাম্পটনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ড প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় মাঠে গড়াবে ম্যাচটি।


একই ভেন্যুতে ২১ আগস্ট শুরু হবে সিরিজের শেষ টেস্টটি। এরপর ২৮ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।


ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball