ছবি তুলে বিপাকে হাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলা বেশ কঠিনই হয়ে গেছে ক্রিকেটারদের জন্য। কিছুদিন আগেই 'জৈব সুরক্ষা' বলয় ভেঙে বাড়িয়ে গিয়ে এক টেস্ট থেকে বাদ পড়েছিলেন জফরা আর্চার। এরপর কাউন্টি দল কেন্টের ব্যাটসম্যান জর্ডান কক্স ডাবল সেঞ্চুরির পর ভক্তদের সঙ্গে ছবি তুলে দল থেকে বাদ পড়েছেন।
এবার একই বিপত্তি বাঁধিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান আছে এখন সাউদাম্পটনে, হ্যাম্পশায়ারের ঘরের মাঠ এজিয়েস বোলে। মাঠের পাশের হোটেলেই অবস্থান করছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

কাছের গলফ কোর্সে পাকিস্তানি ক্রিকেটারদের যাওয়ার অনুমতি ছিল। যদিও সেখানে বাইরের কারো সংস্পর্শে আসা বারণ ছিল। হাফিজ এই নিয়মের তোয়াক্কা না করে, এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এরপর সামাজিক যোগাযোগ-মাধ্যমে পোস্টও করেছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, 'প্রেরণাদায়ী এক তরুণীর দেখা পেলাম আজ সকালে গলফ কোর্সে। তার বয়স ৯০-এর বেশি, তবে সুখী ও স্বাস্থ্যকর জীবন তার। দারুণ রুটিন!'
হাফিজের এ??ন কাণ্ড চোখ এড়ায়নি নিরাপত্তায় নিয়জিতদের। এ প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, অপরিচিতার সঙ্গে ছবি তুলে হাফিজ সামাজিক দূরত্বের নিয়ম ভেঙেছেন। এজন্য তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, 'এই ছবি থেকে প্রমাণিত যে হাফিজ দুই মিটারের সামাজিক দূরত্বের নিয়ম ভেঙেছেন, এবং দলের চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর নিজের ঘরে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না তার টেস্ট নেগেটিভ আসে। বুধবার বিকেলে টেস্ট দিয়েছেন, বৃহস্পতিবারের মাঝে তার ফল আসার কথা।'।