promotional_ad

সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান ইংল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ইউনুস খানের কাঁধে। স???্গে সাবেক স্পিনার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে এই সিরিজে দায়িত্ব দিয়েছিল পিসিবি। 


জাতীয় দলের পর এবার দেশটির হাই পারফরম্যান্স দলের কোচিং পদে দায়িত্ব দেয়া হয়েছে তিনজন সাবেক ক্রিকেটারকে। এদের মধ্যে মোহাম্মদ ইউসুফকে এইচপি সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।


বোলিং কোচ নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ জাহিদকে। এছাড়া হাই পারফরম্যান্স সেন্টারের ফিল্ডিং ও উইকেটকিপিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আতিক-উজ-জামান।


promotional_ad

কিস্তানের হয়ে ২০১০ সালে শেষ বার মাঠে নেমেছিলেন ইউসুফ। দেশের হয়ে ওয়ানডেতে করেছেন ৯ হাজার ৭২০ রান, টেস্টে ৭ হাজার ৫৩০। ১০ বছর পর এবার ক্রিকেটে কোচ হিসেবে ফিরতে যাচ্ছেন তিনি।


কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়া লক্ষ্য ছিল ইউসুফের। ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান জানালেন, অপেক্ষায় ছিলেন উপযুক্ত সময় ও সুযোগের। তিনি বলেন, 'আমার বিশ্বাস, দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য এটাই আমার জন্য সঠিক সময়।'


'সুযোগটি পেয়ে আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বলতম সময়গুলোর একটির সঙ্গে যুক্ত হয়ে আমি যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি তা তরুণ ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে পারব', আরও যোগ করেন তিনি।


মোহাম্মদ জাহিদ দেশের হয়ে খেলেছেন মাত্র ৫ টেস্ট ও ১১ ওয়ানডে। চোটের জন্য ক্যারিয়ার খুব একটা বড় হয়নি তার। ২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাবেক এই পেসার।


ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রাজ্জাক, বাসিত আলি, ফয়সাল ইকবাল, শহিদ আনোয়ার। টিকে গেছেন আব্দুল রেহমান ও মোহাম্মদ ওয়াসিম। এই ছয় জন জাতীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন এবং কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball