promotional_ad

ব্যাট-প্যাড তুলে রাখলেন ক্যামেরন হোয়াইট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৩৭ বছর বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। ২০১৮ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। দুই বছর আগে জাতীয় দলে হয়ে খেলার পর ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।


যদিও ব্যাট হাতে ছন্দে ছিলেন না ডানহাতি এই ব্যাটসম্যান। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। খেলোয়ারী জীবন শেষে কোচিংয়ে নামবেন এই অজি ব্যাটসম্যান। সেই ঘোষণাও দিয়ে ফেলেছেন তিনি। 


promotional_ad

হোয়াইট বলেছেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট। আমার মনে হয়েছে আমার খেলোয়াড়ী জীবন শেষ। আমি এ ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছি। তবে এখন আমি কোচিংয়ে মনোনিবেশ করতে প্রস্তুত।’


২০০৫ সালে আইসিসির বিশ্ব একাদশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল হোয়াইটের। এরপর থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৯১টি ওয়ানডে, ৪৭টি টি-টোয়েন্টি ও ৪টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার।


সাদা পোষাকের চেয়ে সীমিত ওভারের ক্রিকেটেই বেশি সফল ছিলেন হোয়াইট। ওয়ানডেতে ৩৩.৯৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৭২ রান। আর টি-টোয়েন্টিতে ৩২.৮০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৯৮৪ রান। ৪ টেস্টের ক্যারিয়ারে তার রান ১৪৬।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball