প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়তে হচ্ছে মিসবাহকে?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছর একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয় মিসবাহ উল হককে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে দুটি দায়িত্বে মনোনীত হন দেশটির সাবেক এই অধিনায়ক।
তবে এক বছর যেতে না যেতেই মিসবাহকে প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই লক্ষ্যে অনেকদূর এগিয়েও গেছে তারা। বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই নিশ্চিত করেছে।

চলমান ইংল্যান্ড সিরিজ শেষেই নাকি একজন সাবেক তারকা পেসারকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেবে পিসিবি বলে তথ্য পাওয়া গেছে। মূলত মিসবাহর উপর থেকে চাপ কমাতেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
সেই সূত্রটি জানিয়েছে, 'পিসিবি মনে করছে মিসবাহর উপর থেকে এই বাড়তি বোঝা সরিয়ে ফেলা উচিত এবং তাঁকে প্রধান কোচের দায়িত্ব ভালোভাবে পালন করতে দেয়া উচিত। কারণ আগামী তিন বছরের মধ্যে বেশ কয়েকটি আইসিসি ইভেন্ট রয়েছে।'
সূত্রটি আরো জানায়, 'মিসবাহ পাকিস্তান ক্রিকেটে একমাত্র ব্যক্তি যাকে একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়। এখানে একটি সংশয় ছিল যে সাবেক এই অধিনায়ক কি দুটি দায়িত্বই ন্যায়সঙ্গতভাবে পালন করতে পারবেন কিনা। একজন সাবেক পেসার বিবেচনায় রয়েছে যে ছিল তাঁর সময়ের একজন বড় তারকা। ইংল্যান্ড সিরিজের পর তাঁর সঙ্গে চূড়ান্ত করা হবে সবকিছু।'