promotional_ad

৬০০ উইকেটের চূড়ায় অ্যান্ডারসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউদ্যাম্পটন টেস্টের তৃতীয় দিনই অ্যান্ডারসন ছুঁয়ে ফেলতে পারতেন ৬০০ উইকেটের মাইলফলক। কিন্তু সতীর্থদের ক্যাচ মিসের মহড়ায় ৫৯৮ উইকেট নিয়ে দিন শেষ করেন এই পেসার। অবশেষে অপেক্ষার পালা ঘুচলো ৩৮ বছর বয়সী এই পেসারের। তুলে নিলেন নিজের ৬০০ তম উইকেট।


টেস্টের শেষ দিনে উইকেটে কিছুটা বাড়তি বাউন্স পাওয়া বলটা আজহার আলির ব্যাটের কোনায় লেগে স্লিপে জমা পড়ল জো রুটের হাতে। আর তাতেই রেকর্ডবুকে নাম উঠালেন ডানহাতি এই পেসার। ঝুলিতে পুরে ফেললেন নিজের ৬০০ তম উইকেট।


promotional_ad

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক হলেন অ্যান্ডারসন।


শুধু তাই নয়। অ্যান্ডারসনকে হাতছানি দিচ্ছে অন্যরকম একটি শতকও। তার বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরা ব্যাটসম্যানের সংখ্যা ৯৯। আর মাত্র একজনকে শূণ্যরানে সাজঘরে ফেরাতে পারলেই অনন্য এই সেঞ্চুরি করবেন ১৫৫ টি টেস্ট খেলা এই পেসার।


এর আগে রবিবার পাকিস্তানের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ পেসার। ক্যারিয়ারে ২৯তম বার ৫ উইকেট নিয়ে অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করেছেন এই ইংলিশম্যান। টেস্টে এই রেকর্ডে পেসারদের মধ্যে তারা এখন যৌথভাবে দ্বিতীয়। ৩৬ বার ৫ উইকেট নিয়ে পেসারদের সবার ওপরে নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি।


টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন আরও তিনজন। এই তিনজন হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯ উইকেট)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball