৬০০ তো হলো, ৭০০ তবে কেন নয়?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট শিকার করে রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
যেই বয়সটাতে সাধারণত ক্রিকেটাররা বিদায়ের জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন, সেই বয়সটাতে এসে এখনও প্রবল বিক্রমে ফাস্ট বোলিং করে যাচ্ছেন এই ইংলিশ তারকা পেসার। তবে মাইলফলক স্পর্শ করার পর অবসরের প্রসঙ্গ আসলে সাফ সেটিতে মানা করে দেন ৩৮ বছর বয়সী এই ইংলিশম্যান। সাফ জানিয়ে দেন এই বিষয়ে কিছুই ভাবছেন না তিনি।

কেননা এখানেই থামতে চাননা জিমি। ৬০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পর এবার তার চোখ আরও সামনের দিকে। ঝুলিতে পুরতে চান ৭০০ উইকেট। সম্প্রতি ক্রিকিনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের এই তারকা খেলোয়াড়।
অ্যান্ডারসন বলেন, 'আমি কি ৭০০ তেও পৌঁছতে পারি? কেন নয়?'
'আমি এখনও প্রশিক্ষণে প্রতিদিন ঘুরে দাঁড়াতে পছন্দ করি। কঠিন মুহূর্তেও ড্রেসিংরুমে থাকা ছেলেদের সঙ্গে ইংল্যান্ডের হয়ে জয়ের লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। আমি এই চেষ্টা চালিয়ে যাব, জিমে কঠোর পরিশ্রম করব এবং নির্বাচনের জন্য নিজেকে তৈরী রাখব।'
৬০০ তম উইকেট প্রাপ্তির অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, 'স্লিপ ক্যাচ বেশ কয়েকদিন আমাকে হতাশ করেছে। তবে ক্যাচ ধরায় আমি আনন্দিত হয়েছিলাম। কীভাবে এটি বর্ণনা করতে হবে তা আমি সত্যিই জানি না। আমি সেখানে কিছুটা আবেগআপ্লুত হয়ে গিয়েছিলেম। একই সঙ্গে আমি নিজেকে বেশ গর্বিত ও খুশি অনুভব করেছি যে আমি এটি আমার ভাল সতির্থদের সঙ্গে উদযাপন করতে পেরেছি।'
টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন আরও তিনজন। এই তিনজন হলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট), অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯ উইকেট)।