শীর্ষ দশে ফিরলেন রেকর্ড গড়া অ্যান্ডারসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। দারুণ এই কীর্তি গড়ার পাশাপাশি আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়েও উন্নতি ঘটেছে তাঁর।
পুরো ম্যাচে ৭ উইকেট পাওয়া অ্যান্ডারসন উঠে এসেছেন র্যাংকিংয়ের আট নম্বরে। কিছুদিন আগে শীর্ষ দশ বোলারদের তালিকা থেকে ছিটকে পড়া অ্যান্ডারসন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারো ফিরে এসেছেন।

সাউদাম্পটন টেস্ট শেষে ইংলিশ ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও বেশ উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে ২৬৭ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান জ্যাক ক্রলি ৫৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বর স্থানে। একই সঙ্গে অর্জন করেছেন ৬০৫ পয়েন্ট, যা ক্রলির টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্রলির সামনে এখন রয়েছেন (নিজ দেশের হয়ে) শুধু জস বাটলার, জো রুট (৯ নম্বর) এবং বেন স্টোকস (৮ নম্বর)। সাউদাম্পটনে প্রথম ইনিংসে ১৫২ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ২১ নম্বরে।
এদিকে পাকিস্তানের পক্ষে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক আজহার আলী এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। শেষ টেস্টে ১৪১ রান করা আজহার ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন। অপরদিকে ৫৩ রানের ইনিংস খেলা রিজওয়ান তিন ধাপ এগিয়ে ৭২ নম্বরে জায়গা করে নিয়েছেন।
টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে। দুটি টেস্ট মিস করা বেন স্টোকস এক ধাপ পিছিয়ে নেমে গেছেন দুই নম্বরে। আর তাঁর জায়গা দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাম অলরাউন্ডার জেসন হোল্ডার।