আইপিএলে রয়ের বদলি ড্যানিয়েল স্যামস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে ইংলিশ পেসার জেসন রয়ের। এর পরিপ্রেক্ষিতে রয়ের বদলী হিসেবে অজি পেসার ড্যানিয়েল স্যামসকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে।
বাঁহাতি পেসার স্যামস বর্তমানে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে ইংল্যান্ডে সিরিজ খেলতে গিয়েছেন। সিরিজ শেষে তিনি আইপিএলে যোগ দেবেন। টুর্নামেন্টের প্রথম দুটি খেলায় দিল্লি ক্যাপিটালস তাদের অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাচ্ছে না।
এটি হতে যাচ্ছে স্যামসের প্রথম আইপিএল। ২০১৯-২০ বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে শিরোনামে এসেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের কারণেই সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের জন্য তিনি ??লে ডাক পেয়েছেন।
এদিকে রয় ইনজুরিতে থাকলেও তাকে বাদ দেয়া হচ্ছে না ইংল্যান্ড দল থেকে। ম্যাচ খেলার মতো পূর্ণ ফিটনেস ফিরে পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য দলের সঙ্গে প্রস্তুতি শুরু করবেন তিনি।