আগের রূপেই ফিরবেন ওয়ার্নার: উডহিল
ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার লম্বা বিরতি কাটিয়ে মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দীর্ঘসময় পর ফের ক্রিকেটে ফিরতে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের কোনো সমস্যা হবে না বলে মনে করেন ওয়ার্নারের পরামর্শদাতা ট্রেন্ট উডহিল। তার বিশ্বাস আগের মতোই ক্রিকেটের তিন ফরম্যাটে দাপিয়ে খেলবেন ওয়ার্নার।
উডহিল মনে করেন, ক্রিকেটে ফিরতে ওয়ার্নার দুর্দান্ত প্রস্তুতি নিয়েছেন। এবং সকল ফরম্যাটেই তার আগের ফর্ম অব্যাহত রাখবেন।

অজি ওপেনারের এই পরামর্শদাতা বলেন, 'মানসিকভাবে তিনি বরাবরের মতো শক্তিশালী। ফিরে আসার মতো আশ্চর্য মানসিক ক্ষমতা তার রয়েছে। আমি এমন কোনো ইঙ্গিত পাইনি যে তার সকল ফরম্যাটে বেশি রান পাওয়ার জন্য ক্ষুধা নেই।'
'আমি মনে করি খেলোয়াড়দের বয়স যখন ৩০ এর দশকের গোড়ার দিকে পৌঁছায়, তখন তারা খেলায় ধারাবাহিক হওয়ার জন্য শর্টকাট অনুশীলনের সুযোগ খোজে। কিন্তু আপনি যদি ডেভিডের অনুশীলন দেখে থাকেন তবে তা কোনও দক্ষতার দিক থেকেই হোক বা শারীরিক দিক থেকে হোক না কেন সেখানে কোনও শর্টকাট নেই।'
ওয়ার্নার ২০১৯-২০২০ মৌসুমে টেস্টে ১৩১ গড়ে ৭৮৭ রান করেন। রঙিন পোশাকে ওয়ানডেতে তার সংগ্রহ ৪৬.১৬ গড়ে ২৭৭ রান এবং টি-টোয়েন্টিতে ১৩৮.৩৩ গড়ে ৪১৫ রান। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই তাকে অ্যালান বোর্ডার পদক সন্মাননা হিসেবে দেয়া হয়।