promotional_ad

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে ব্যাটসম্যানদের কাছে রান চান ব্রড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে কি করতে হবে, সেই উপায় বাতলে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আগামী অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান চাইছেন এই পেসার। সেই সঙ্গে স্টিভেন স্মিথকে বেধে রাখার উপায়ও বলে দিয়েছেন তিনি।


অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের জন্য পেসারদের দিয়ে দল সাজানোর প্রয়োজন নেই বলে মনে করছেনে ব্রড। কারণ ব্যাটসম্যানরা গুরুদায়িত্ব পালন করলে বোলারদের জন্য এমনিতেই কাজ সহজ হয়ে যাবে বলে মনে করছেন এই পেসার।


২০১০-১১ মৌসুমে এই একই কৌশলেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। দা ডেইলি মেইলে নিজের কলামে রোববার এসব কথা জানিয়েছেন সম্প্রতি টেস্টে ৫০০ উইকেট নেয়া ব্রড।


promotional_ad

ব্রড বলেন, 'ওই সিরিজের জন্য কোন বোলারদের নির্বাচন করতে হবে সেদিক থেকে আমাদের নজর সরিয়ে নেওয়া উচিত। আমরা ২০০ রানে গুটিয়ে গেলে এটা হবে অপ্রাসঙ্গিক আলোচনা। একই সঙ্গে ৩০০ রানে অলআউট হলেও এটা প্রাসঙ্গিক হবে না। ৪০০ রানের বেশি করতে হবে।'


২০১০-১১ মৌসুমে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। জয় পাওয়া তিনটি ম্যাচেই নিজেদের প্রথম ইনিংসে পাঁচশ রানের বেশি করেছিল ইংল্যান্ড, এমনকি ইনিংস ব্যাবধানে জিতেছিল সফরকারীরা।


ব্রড আরও বলেন, '২০১০-১১ মৌসুমে ইংল্যান্ড যখন শেষবার সেখানে জেতে। সেবার কুক, ট্রট ও পিটারসেনরা বড় সেঞ্চুরি পেয়েছিল। ইনিংসগুলো ছিল ১৫০ রানের উপরে। বেল, স্ট্রাউসও সেঞ্চুরি করেছিল। জেতা তিন ম্যাচে দল কেবল একবার করে ব্যাটিং করেছিল। জিমি অ্যান্ডারসন, টিম ব্রেসনান ও ক্রিস ট্রেমলেটরা ঘন্টায় ৮০ মাইলের মাঝামাঝি বল করেছিল।'


সেবার ৭ ইনিংসে ১২৭.৬৬ গড়ে ৭৬৬ রান করেছিলেন অ্যালিস্টার কুক। যা গেল অ্যাশেজে ছাড়িয়ে যান স্টিভ স্মিথ। ৭৭৪ রান করে ২০০১ সালের পর ইংল্যান্ড থেকে প্রথমবার অ্যাশেজ ঘরে নিয়ে যাওয়ায় রাখেন সবচেয়ে বড় অবদান।


ব্রডের ভাষ্যমতে, 'স্টিভ স্মিথ ক্যারিয়ার জুড়ে ঘণ্টায় ৯০ মাইল গতির বলের বিপক্ষে ব্যাটিং করে আসছে, যেখানে তার ব্যাটিং গড় প্রায় ৬৩। তবে তাকে দুই দিন ফিল্ডিং করে এবং প্রতিপক্ষের স্কোর বোর্ডে বিশাল রান দেখে ব্যাটিং করতে খুব একটা হয়নি। দ্বিতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত প্রতিপক্ষকে ফিল্ডিংয়ে রাখার মানসিকতা আমাদের প্রয়োজন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball